গোটা জম্মু কাশ্মীরটাই যেন বরফে ঢেকে গেছে। এত তুষারপাত গত কদিনে হয়েছে যে সাদা বরফ বাদ দিয়ে ফাঁকা জায়গা কষ্ট করে খুঁজতে হচ্ছে। এমন তুষারপাতের জেরে আবার উপত্যকা জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। যা মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। এবার সেই যে ডিসেম্বর থেকে কাশ্মীরের হাল ঠান্ডায় বেহাল হতে শুরু করেছিল, ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি পৌঁছেও সেই পরিস্থিতি সমানে অব্যাহত। লাদাখ সহ বিভিন্ন এলাকায় প্রবল শৈত্যপ্রবাহ চলছে।
কার্গিলে তাপমাত্রা মাইনাস ২১ রেকর্ড হয়েছে। গুলমার্গ মাইনাস ১০, পহেলগাঁও মাইনাস ৮, দ্রাস মাইনাস ২১, লেহ মাইনাস ৬, শ্রীনগর মাইনাস ৩.৪ ডিগ্রি রেকর্ড হয়েছে। আগামী ২ দিন এমন অবস্থা চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ১৩ ফেব্রুয়ারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমন অবস্থা যে জলের পাইপে দীর্ঘ সময় আগুন ধরে রেখে তবে কিছুটা জল পাওয়া যাচ্ছে। ঠান্ডায় সব জলের পাইপে বরফ জমে গেছে।
তুষারাবৃত জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। গত ৫ দিন ধরেই বন্ধ এই গুরুত্বপূর্ণ সড়ক। পুরু বরফে রাস্তা হারিয়ে গিয়েছে। প্রশাসনের তরফে বরফ কেটে রাস্তা সাফ করার চেষ্টা চলছে। তবে এখনও রাস্তা সাফ করা সম্ভব হয়নি। বানিহাল থেকে কাজিগুন্দ শহরের মধ্যের রাস্তার হাল সবচেয়ে খারাপ। দ্রুত রাস্তা সাফ করে যান চলাচল চালু করার সব রকম চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা