বৃহস্পতিবার সকাল। জম্মু কাশ্মীরের পুলওয়ামার আরিহালে জেকে ব্যাঙ্কের শাখায় অন্যান্য দিনের মতই কাজ শুরু হয়েছিল সবে। আর ঠিক তখনই ব্যাঙ্কে ঢুকে পড়ে ৪ মুখোশধারী। প্রত্যেকেরই মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। হাতে ছিল বন্দুক। ব্যাঙ্কে ঢুকেই বন্দুক উঁচিয়ে ভয় দেখাতে শুরু করে তারা। আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহক থেকে ব্যাঙ্ক কর্মীরা। হুমকির পর নিমেষে টাকা নিয়ে চম্পট দেয় ওই ৪ দুষ্কৃতী।
পুলিশের প্রাথমিক ধারণা এরা সকলেই জঙ্গি। ব্যাঙ্কের হিসাব অনুযায়ী প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে মুখোশধারীরা। গত ২১ নভেম্বর জম্মু কাশ্মীরের বদগাম জেলার চারার-ই-শরিফের একটি ব্যাঙ্কে হানা দিয়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। এবার পালাল ১০ লক্ষ টাকা নিয়ে। পুলিশ তদন্ত শুরু করেছে।