এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের একটি অনুষ্ঠানে যেতে আটকানো হল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে। মঙ্গলবার ছাত্র সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে একটি চার্টার্ড বিমানে উঠতে যান অখিলেশ যাদব। তখনই তাঁকে আটকানো হয়। লখনউ থেকে এদিন প্রয়াগরাজে যাওয়ার বিমানে ওঠার মুখেই তাঁকে আটকে দেওয়া হয়। কিছুক্ষণ কথা কাটাকাটির পর অখিলেশ ফিরে আসেন।
অখিলেশ যাদবের দাবি, তিনি অনেক আগেই এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন। তারপরও এদিন যে প্রয়াগরাজে তাঁকে যেতে দেওয়া হবে না তা তাঁকে আগে থেকে জানানো হয়নি। অখিলেশ পরে সাংবাদিকদের জানান, তিনি কখনই চাননা প্রয়াগরাজে চলা কুম্ভে কোনও সমস্যা হোক। কিন্তু তাঁকে সমস্যার কথা আগে জানানো উচিত ছিল প্রশাসনের।
অখিলেশ যাদবের দাবি, বিজেপিই এই সমস্যা তৈরি করেছে। এজন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর দাবি, এদিনের অনুষ্ঠান যাতে না হল তারজন্য আগে অনেক চেষ্টা হয়েছে। তাতে বিফল হয়েই তাঁকে এদিন আটকে দেওয়া হল। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তরপ্রদেশে রাজনৈতিক তরজা চরমে পৌঁছল।
এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে এদিন ছুটি ঘোষণা করে দেওয়া হয়। অখিলেশকে সেখানে যেতে না দেওয়ার কথা সামনে আসার পর বিভিন্ন জায়গায় প্রতিবাদে পথে নামেন সমাজবাদী পার্টির কর্মী সমর্থকেরা। এই ঘটনার এদিন কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)