National

সারা রাতে পুড়ে ছাই ২৫০ ঘর, চারপাশে শুধুই হাহাকার

দিল্লির করোল বাগের হোটেলে আগুনের রেশ কাটার আগেই তার পরদিন রাতে ফের দাউদাউ করে জ্বলল দিল্লির একটি কোণা। রাত দেড়টা নাগাদ আগুন লাগে দিল্লির পশ্চিম পুরী এলাকার শহিদ ভগৎ সিং ক্যাম্পে। বিশাল এলাকা নিয়ে বস্তি। বহু মানুষের বাস। গায়ে গায়ে লাগোয়া কুঁড়েঘর। এখানেই পরিবার নিয়ে মানুষের বাস। সেখানেই আগুন লেগে যায়।

Fire
প্রতীকী ছবি

বস্তির আগুন খুব দ্রুত ছড়ায়। কারণ ঘরগুলো থাকে গায়ে গায়ে আর তা এমন বস্তু দিয়ে তৈরি করা হয় যা প্রবলভাবে দাহ্য। এখানেও তার অন্যথা হয়নি। আগুন লাগার পর চোখের নিমেষে একের পর এক ঘরে আগুন ধরতে শুরু করে। দাউদাউ করে জ্বলতে থাকে বহু মানুষের সাধের সংসার। আগুনের জেরে সকলেই বাইরে বেরিয়ে আসেন। কিছু জিনিসপত্র বার করতে পারলেও অধিকাংশই আগুনের লেলিহান শিখার গ্রাসে নিঃশেষ হয়ে গেছে।


Fire
প্রতীকী ছবি

দমকলের ২৮টি ইঞ্জিন একে একে হাজির হয়। আগুন নেভানোর জন্য চারধার থেকে জল দেওয়া হতে থাকে। রাত সাড়ে ৩টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভোর হওয়ার পরও গৃহহীন বাসিন্দারা চোখে জল নিয়ে পোড়া জায়গা খুঁজে দেখতে থাকেন। যদি কিছু অবশিষ্ট পাওয়া যায়। আগুনে কোনও মৃত্যুর ঘটনা না ঘটলেও এক মহিলা কিছুটা পুড়ে গেছেন। তাঁর চিকিৎসা চলছে।

Fire
প্রতীকী ছবি

কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি। সেই ঠান্ডায় বহু মানুষ ঘরের মধ্যে বসেও কাঁপছেন। সেই পরিস্থিতিতে মাথার ওপর ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন বস্তির বহু মানুষ। অবশ্য দিল্লির নগরোন্নয়নমন্ত্রী বুধবার সকালে এলাকা পরিদর্শন করে গৃহহীনদের অন্যত্র আপাতত থাকার বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন। আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button