National

কোচিং সেন্টারে তীব্র বিস্ফোরণ, আহত ২৮ পড়ুয়া

বেশ চলছিল পঠনপাঠনের কাজ। আচমকাই এক তীব্র বিস্ফোরণ। যার জেরে ২৮ জন পড়ুয়া আহত হয়। ক্ষতি হয় স্কুলের। যেখানে ওই কোচিং সেন্টারটি চলত। বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার নারবাল গ্রামে। আহত পড়ুয়াদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রীনগরের হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা শুরু হয়।

National News
কাশ্মীরের সেই অভিশপ্ত স্কুল যেখানে বিস্ফোরণ হয়, ছবি – আইএএনএস

ফালাই-এ-মিলাত নামে একটি বেসরকারি স্কুলে চলছিল এই কোচিং সেন্টারটি। অনেক পড়ুয়া পড়াশোনা করছিল। সে সময় এমন বিস্ফোরণ অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। উদ্বিগ্ন অভিভাবকরা জমা হন স্কুলের সামনে। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।


Indian Army
কাশ্মীরে জঙ্গিদের খতম করতে সেনার অভিযান, ছবি – আইএএনএস

এই বিস্ফোরণের পরই এলাকা জুড়ে কিছু যুবক যৌথবাহিনীর ওপর পাথরবর্ষণ শুরু করে। পাল্টা যৌথবাহিনীও তাদের দিকে তেড়ে যায়। শুরু হয় সংঘর্ষ। এদিকে ঠিক কীভাবে বিস্ফোরণ হল তা এখনও পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button