পাহাড়ি এলাকায় বৌদ্ধ গুম্ফা সাধারণত তৈরি হয় কাঠ দিয়ে। পুরো গুম্ফাতে কাঠের বিশাল প্রাধান্য থাকে। এমনই এক বৌদ্ধ গুম্ফায় আগুন লেগে আতঙ্ক ছড়াল। কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। যদিও এই আগুনে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে গুম্ফাটির ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুলু জেলায় কাউস গ্রামে। কুলু শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। একসময়ে এই গুম্ফার উদ্বোধন করেছিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। ২০০৫ সালে এই গুম্ফাটির উদ্বোধন করেন তিনি। সেদিক থেকে গুম্ফাটি বেশ নতুন।
ধাকপো সেদুপ লিং গুম্ফাটিতে আগুন কেমন করে লাগল তা এখনও পরিস্কার নয়। কারণ খুঁজে দেখা হচ্ছে। হিমাচলে এখন প্রবল ঠান্ডা। বরফ পড়ছে। কুলুর পারদ উল্লেখজনকভাবে নিচে। এই অবস্থায় এমন এক আগুনে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)