National

আগুনে হ্যাট্রিক, হোটেল, বস্তির পর এবার আগুনের গ্রাসে বিশাল কারখানা

আগুন লাগায় হ্যাট্রিক করল দিল্লি। পরপর ৩ দিনে ৩টি আগুন লাগল দিল্লিতে। গত মঙ্গলবার আগুন লাগে দিল্লির করোল বাগের একটি হোটেলে। মৃত্যু হয় ১৭ জনের। পরদিন আগুন লাগে একটি বস্তিতে। পুড়ে যায় ২৫০-র ওপর ঘর। ১ জন মহিলা আহত হন। তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ফের আগুন। এবার আগুন লাগল একটি কারখানায়। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

National News
দিল্লির কারখানার আগুন নেভাতে হাজির দমকল, ছবি – আইএএনএস

বিধ্বংসী এই আগুন নেভাতে দমকলের ২৯টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। দমকলের তরফে জানানো হয় সকাল ৭টা ১০ নাগাদ তাদের কাছে ফোন আসে। আগুন লাগে দিল্লির নারাইনা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ফেজ ১-এর ১১৩ নম্বর কারাখানায়। কারাখানার জানালা দিয়ে গলগল করে আগুন বার হতে থাকে। দমকল চারধার থেকে জল দিয়ে আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তারপর শুরু হয় কুলিং প্রসেস।


National News
দিল্লির কারখানার আগুন নেভাতে দমকলকর্মীদের তৎপরতা, ছবি – আইএএনএস

আগুন বিধ্বংসী হলেও কোনও হতাহতের খবর নেই। তবে সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন ছড়ায়। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button