National

সারা রাত রাস্তায় চাদর-কম্বল পেতে শুয়ে রইলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী

সারা রাত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীর বাসস্থল রাজ নিবাসের সামনের রাস্তায় শুয়ে রইলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। একজন মুখ্যমন্ত্রীর এভাবে রাস্তায় রাত কাটানো নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। নারায়ণস্বামীর সঙ্গে ছিলেন তাঁর ৫ মন্ত্রীও। গত রাতের পর বৃহস্পতিবার সকাল থেকেও সেখানে ঠায় বসে ধর্না দিচ্ছেন তিনি। এই ঘটনায় পুদুচেরিতে লেফটেন্যান্ট গভর্নর ও মুখ্যমন্ত্রীর লড়াই চরমে পৌঁছেছে।

Kiran Bedi
ফাইল : কিরণ বেদী, ছবি – আইএএনএস

পুদুচেরিতে কংগ্রেস সরকার ক্ষমতায় আছে। তাদের দাবি, সরকারের কোনও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত করতে গেলেই তাতে বাধ সাধছেন কিরণ বেদী। সরকারি প্রতিটি বিষয়ে তিনি হস্তক্ষেপ করছেন। হালে তিনি নির্দেশ দেন পুদুচেরিতে সকলকে হেলমেট পরে ২ চাকার যান চালাতে হবে। যা নিয়ে প্রতিবাদ জানায় নারায়ণস্বামী সরকার। তারা চাইছিল এই নিয়ম লাগু হোক। কিন্তু ধাপে ধাপে। যা কিরণ বেদী একবারেই চাইছিলেন বলে দাবি করেছে নারায়ণস্বামী সরকার। এভাবে প্রতিটি সরকারি বিষয়ে রাজ্যের লেফটেন্যান্ট গভর্নরের হস্তক্ষেপের প্রতিবাদে গত বুধবার রাত থেকে রাজ নিবাসের সামনের রাস্তায় ধর্নায় বসেন নারায়ণস্বামী ও তাঁর ৫ মন্ত্রী। এই আন্দোলনে পুদুচেরি সরকারের পাশে দাঁড়িয়েছে ডিএমকে।


Kiran Bedi
ফাইল : কিরণ বেদী, ছবি – আইএএনএস

কালো ধুতি ও কালো জামা পরে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। এদিকে বৃহস্পতিবারই পুদুচেরি থেকে চেন্নাই চলে গেছেন কিরণ বেদী। তার আগে একটি চিঠি দিয়ে জানিয়ে গেছেন আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় নারায়ণস্বামীর সঙ্গে বৈঠকে বসতে চান তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button