হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ি। গাড়িটি এতটাই গতিতে ছিল যে ট্রাকের সঙ্গে ধাক্কার পর সেটি দুমড়ে মুচড়ে দলা পাকানো অবস্থায় চলে যায়। এমন হাল হয় যে গাড়ির মধ্যে থেকে মৃতদের বার করে আনতে ২ ঘণ্টার ওপর পরিশ্রম করতে হয় পুলিশকে। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। একটি ৫ বছরের বালিকা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার কুন্দনগঞ্জ গ্রামের কাছে রাস্তার ওপর। পুলিশ জানাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়েছিল ট্রাকটি। ওই রাস্তা ধরেই ছুটে আসছিল একটি গাড়ি। গাড়ির সকলেই প্রয়াগরাজের জিটিবি নগর এলাকার বাসিন্দা। গাড়িতে এক পরিবারের ৪ জন, এক অন্য মহিলা ও চালক ছিলেন। ট্রাকের কাছে পৌঁছনো পর সম্ভবত সেটি নিয়ন্ত্রণ হারায়। তারপর সোজা ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকে।
ঘটনায় স্বামী-স্ত্রী ও তাঁদের ২ বছরের সন্তানের মৃত্যু হয়েছে। কেবল তাঁদের ৫ বছরের মেয়ে বেঁচে গিয়েছে। এছাড়া ওই মহিলা ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। তার খোঁজ করছে পুলিশ। পুলিশের মতে ট্রাকটিকে ওভাবে রাস্তার ধারে দাঁড় করানো অনুচিত ছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)