National

৪২০ জঙ্গির মুণ্ড কেটে নিয়ে আসুক মোদী সরকার, দাবি মাঁঝির

কাশ্মীরে সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার জেরে দেশের মানুষের মনে যে আগুন জ্বলছে তা ঠান্ডা করতে মোদী সরকার ৪২০টি জঙ্গির মুণ্ড নিয়ে কেটে নিয়ে আসুক। এদিন প্রবল ক্ষোভের সঙ্গে এমনই দাবি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঁঝি। তিনি বলেন এ দেশের সরকারকে একটা পদক্ষেপ করতেই হবে।

হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতেন রাম আরও অভিযোগ করেন, মোদী সরকার সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থ হয়েছে। যার ফলেই পুলওয়ামার মত ঘটনা ঘটছে। যাঁরা শহিদ হয়েছেন তাঁদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা ব্যক্ত করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।


Indian Army
সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানায় শহিদ বিহারের জওয়ান সঞ্জয় কুমার সিনহা, ছবি – আইএএনএস

পুলওয়ামার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে আরজেডি-র তেজস্বী যাদব কটাক্ষের সুরেই বলেন, ২০১৪ লোকসভা নির্বাচনের সময় বিজেপি বলেছিল, জঙ্গিহানায় ভারতের একজনের মৃত্যু হলে তারা জঙ্গিদের ১০টি মুণ্ড কেটে নিয়ে আসবে। কিন্তু ভোটের পর প্রধানমন্ত্রী পাকিস্তানে গিয়েছিলেন বিরিয়ানি খেতে। ফলে এটা পরিস্কার যে পুলওয়ামার ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার রাজনীতি শুরু হয়ে গেল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button