পুলওয়ামায় জঙ্গি হানার পর এই ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে সরব হয় ভারত সরকার থেকে দেশের আমজনতাও। এরপরই পাকিস্তানের বিদেশ সচিব তেমিনা জানজুয়া দাবি করেন, এই ঘটনায় পাকিস্তানের কোনও হাত নেই। যা নস্যাৎ করে ভারত জানিয়ে দিয়েছে, একটি ভিডিওতেই দেখা গেছে যে আত্মঘাতী জঙ্গি নিজেকে জইশ-ই-মহম্মদের সদস্য বলে দাবি করছে। আর জইশ পাকিস্তানের মাটিতেই বড় হয়ে ওঠা পাক মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন। ফলে এই ঘটনায় পাক যোগ সকলেই দেখতে পাচ্ছেন।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে কোনও উৎসাহ দেখা যায়নি। বরং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠন ও সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। ভারতের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের উচিত এখনই তাদের দেশের মাটি থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। যাতে এই অঞ্চল সন্ত্রাসমুক্ত এলাকা হতে পারে।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এদিন সাফ জানান, ভিডিওতে জঙ্গির বার্তা ছাড়াও জইশ-ই-মহম্মদ-এর তরফেই এই হামলার দায় স্বীকার করা হয়েছ। আর এই সংগঠনের জন্ম ও তাদের কার্যকলাপ পাকিস্তানে বসেই চালাচ্ছে। তারপরও পাক সরকার এটা বলতে পারে না যে তাদের অস্তিত্ব বা কাজকর্ম সম্বন্ধে সরকারের কিছু জানা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা