করোল বাগের একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৭ জনের। আগুন লাগার তদন্ত করতে নেমে দেখা যায় হোটেলের ফায়ার সেফটি ঠিকঠাক ছিলনা। দিল্লি সরকারও ওই আগুন লাগার ঘটনার পর জানিয়ে দেয় তারা কড়া হাতে সব হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে। সেইমত শুরু হয় বিভিন্ন হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার কাজ। আর তাতেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ল কেউটে।
দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন ট্যুইট বার্তায় জানিয়েছেন, দিল্লির ৮০টি হোটেল তাঁরা খতিয়ে দেখেন। দেখা গেছে তার মধ্যে ৫৭টি হোটেলেরই অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক নয়। অগ্নিনির্বাপণ সম্বন্ধীয় যে গাইডলাইন রয়েছে তা এই হোটেলগুলি মানছে না। ফলে তাদের ফায়ার লাইসেন্স বাতিল করেছে সরকার। অর্থাৎ ৫৭টি হোটেল বন্ধ হচ্ছে।
মন্ত্রীর বক্তব্য অনুযায়ী যাতে আগামী দিনে আর করোল বাগের মত ঘটনা না ঘটে তার জন্যই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে এই ৫৭টি হোটেল অবিলম্বে বন্ধ করা হয় তার জন্য পুরসভা ও পুলিশকে যৌথভাবে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা