পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে জম্মু শহরে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে শুক্রবার থেকেই। একের পর এক গাড়িতে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। কাশ্মীর উপত্যকার নম্বর প্লেট থাকা গাড়িগুলিই ছিল প্রধান লক্ষ্য। গাড়িতে আগুনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। অবস্থা সামাল দিতে পুলিশ হিমসিম খায়। পরে কার্ফু জারি করে অবস্থা আয়ত্তে আনার বন্দোবস্ত করা হয়। জম্মু শহর জুড়ে শুক্রবার থেকেই কার্ফু অব্যাহত।
শনিবারও জম্মু ছিল থমথমে। জারি ছিল কার্ফু। তবে সন্ধের দিকে নই বস্তি, বানতালাব, দোমানা ও প্যারেড গ্রাউন্ড এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেনার তরফে জম্মু শহরে শান্তি বজায় রাখতে প্রচুর জওয়ান মোতায়েন করা হয়েছে। জম্মু শহরের আনাচে কানাচে সেনার দেখা মিলেছে। শনিবার জম্মুর উধমপুর, কাথুয়া, সাম্বা ও রিয়াসি এলাকায় বন্ধ পালিত হয়।
রবিবারও জম্মুতে কার্ফু বজায় রইল। যদিও রবিবার জম্মুর কোথাও থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই। রাস্তাঘাটে মানুষজনও নগণ্য। কার্ফু থাকায় অনেকেই ঘর থেকে বার হওয়ার ঝুঁকি নেননি। রাস্তায় কোনও বিক্ষোভকারীরও দেখা মেলেনি। পুলিশ জানাচ্ছে রাতেও মোটের ওপর অবস্থা শান্ত ছিল। রবিবার সারাদিন দেখে তারপর কার্ফু তোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা