রাস্তা ছেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নর্দমায় গিয়ে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। নর্দমায় পড়ে যাওয়ায় বাসের যাত্রীরা আহত হন। বাস টাল হারিয়ে উল্টে যায়। মৃত্যু হয় ৩ যাত্রীর। আহত হন বাসের বাকি ৫০ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহত যাত্রীদের জবলপুর শহরের ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।
রবিবার সকালে প্রয়াগরাজ থেকে নাগপুর যাচ্ছিল বাসটি। সারা রাতের সফর। রবিবার রাত সাড়ে ৩টে নাগাদ জবলপুরের আধারতাল পুলিশ স্টেশনের কাছে অন্ধকারেই বাসের নিয়ন্ত্রণ হারান চালক। বাস রাস্তা ছেড়ে গিয়ে পড়ে পাশের নালায়। বেসরকারি ট্রাভেলসের বাসে তখন ঠাসা যাত্রী ছিলেন। অনেকে ঘুমের মধ্যেও ছিলেন।
দুর্ঘটনার পর বাসের যাত্রীদের আর্তনাদে সুনসান এলাকায় সকলের প্রায় ঘুম ভেঙে যায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষ হতে সকাল হয়ে যায়। ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)