National

যান, মাসুদ আজহারকে বাহাওয়ালপুর থেকে ধরে আনুন, ইমরানকে বললেন অমরিন্দর

পাকিস্তানে জাতির উদ্দেশ্যে ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর পুলওয়ামা কাণ্ডের দোষ চাপাচ্ছে। যদি ভারতের হাতে কোনও প্রমাণ থাকে তাহলে তারা দিক। পাকিস্তান ওই জঙ্গি হানার তদন্ত করবে। ব্যবস্থা নেবে। একথা শোনার পরই তার পাল্টা দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ট্যুইট করে তিনি জানান, প্রিয় ইমরান খান, জইশ প্রধান মাসুদ আজহার বাহাওয়ালপুরে বসে আছে। আইএসআই-এর সাহায্য নিয়ে যে জঙ্গি হানার ঘটনা ঘটাল, তাকে তুলে আনুন। আর যদি আপনি না পারেন তো বলুন। আমরা গিয়ে তাকে ধরে আনছি। সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন মুম্বই হামলার প্রমাণ তুলে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কী করেছে পাকিস্তান?

Imran Khan
ফাইল : ইমরান খান, ছবি – আইএএনএস

ট্যুইট ছাড়াও মঙ্গলবার ক্রুদ্ধ অমরিন্দর সিং পাটিয়ালায় একটি অনুষ্ঠানের ফাঁকে এও প্রশ্ন তোলেন যে যেসব জঙ্গিদের খতম করা হয়েছে তাদের দেহ কী এবার পাকিস্তানে পাঠাতে হবে? সেগুলো দেখে কী পাক প্রধানমন্ত্রী তাদের দেহ শনাক্ত করবেন? তবে কী প্রমাণ দেওয়া হবে? অমরিন্দর বলেন, যুদ্ধ কেউ চায়না। কিন্তু সবকিছু একসঙ্গে চলতে পারেনা। ভারতীয় সেনাদের শহিদ হওয়া বিফলে যেতে পারেনা।


Indian Army
জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর হামলাস্থলে সেনা, ছবি – আইএএনএস

অমরিন্দর সিং আরও বলেন, ওরা আমাদের ৪১ জনকে হত্যা করেছে। তাই পাল্টা ওদের ৮২ জনকে চাই। পাকিস্তান ও পাক মদতপুষ্ট জঙ্গিদের ক্ষেত্রে এটাই ভারতের পলিসি হওয়া উচিত। চোখের বদলে চোখ একমাত্র নীতি বলে দাবি করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button