গত ২০১৮ সালের ১২ মার্চ এক লং মার্চ দেখেছিল দেশ। বামপন্থী কৃষক সংগঠনের ডাকে সেই লং মার্চে সামিল হয়েছিলেন প্রায় ৩৫ হাজার কৃষক। চাপে পড়ে তখন তাঁদের অনেক দাবিতেই হ্যাঁ করতে বাধ্য হয়েছিল মহারাষ্ট্রের বিজেপি সরকার। এক বছর পর ফের লং মার্চের প্রতিবাদের মুখে ফড়নবিশ সরকার। বুধবার নাসিক থেকে শুরু হল বামপন্থী কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভা-র ডাকে কৃষকদের লং মার্চ। কৃষকদের দাবি, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রীয় সরকার।
মহারাষ্ট্রের বিভিন্ন কোণা থেকে প্রায় ৫০ হাজার কৃষক এই লং মার্চে অংশ নিয়েছেন। ২০০ কিলোমিটার পায়ে হেঁটে পার করবে এই লং মার্চ। আগামী ২৭ ফেব্রুয়ারি এই পদযাত্রা শেষ হবে মুম্বইতে। এই পদযাত্রায় যাত্রা পথেও অনেক কৃষক মিছিলে যোগ দিতে পারেন বলে মনে করছে এআইকেএস।
গতবারের চেয়েও কৃষক সংখ্যায় অনেক বড় এই পদযাত্রায় বহু মহিলা এবার অংশ নিয়েছেন। এআইকেএস-এর দাবি, এই লং মার্চ আটকে দেওয়ার সবরকম চেষ্টা চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। এমনকি তাদের নেতাদের গ্রেফতার করার পরিকল্পনাও পুলিশ করছে বলে দাবি করেন এআইকেএস মুখপাত্র পিএস প্রসাদ। এমনকি যেসব কৃষক এই মার্চে অংশ নিতে আসছিলেন তাঁদেরও রাস্তায় বিভিন্ন জায়গায় অযথা আটকে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)