রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি মর্মাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত দায়িত্বশীল কারও কাছ থেকে এটা তিনি আশা করেননি। ওই পদে থেকে এমন মন্তব্য কখনই অভিপ্রেত নয়। রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন নতুন কিছু নয়। বহু বছর ধরেই বেশ কিছু রাজ্যে এটা হয়ে থাকে। সেনা জওয়ানরা নিরস্ত্র অবস্থায় গাড়ি গুনছিলেন। আর তা নিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন তাতে সেনার ভাবমূর্তিতে বিরূপ প্রভাব পড়তে পারে। এদিন চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। তাঁর আরও দাবি, অনেক সময়ে রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে এমন বক্তব্য পেশ করে থাকেন। যার আদপে কোনও ভিত্তি থাকেনা। কিন্তু সেনা সম্বন্ধে এমন মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল। এদিকে এই চিঠি এখনও মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছয়নি বলে সকালে দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ, এমন একটি চিঠির কথা তিনিও সাংবাদিকদের কাছে শুনেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে লেখা এই চিটি কিভাবে তাঁর হাতে যাওয়ার আগেই সাংবাদিকদের হাতে চলে এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেরেক। পাশাপাশি জানিয়েছেন, চিঠি হাতে পেলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এর জবাব দেবেন।