৬০-৭০ বছর আগে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ হয়েছিল। কারণ তখন সেটাই ছিল চাহিদা। এখন সময় বদলেছে। তাই এখন দরকার অপারেশন ডিজিটাল ব্ল্যাকবোর্ড। সেই চেষ্টাই শুরু হয়েছে। ২০২২ সালের মধ্যে দেশের স্কুল, কলেজ মিলিয়ে ৯ লক্ষ ক্লাসরুমকে ডিজিটাল ব্ল্যাকবোর্ড সমৃদ্ধ করে তোলা হবে। বুধবার এই ডিজিটাল ব্ল্যাকবোর্ড সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করে এমনই জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
ডিজিটাল ব্ল্যাকবোর্ড হলে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাদানে সুবিধা বাড়বে বলে জানান মন্ত্রী। তবে এই উদ্যোগ হঠাৎ করে শুরু হয়নি। গত বছরই মন্ত্রক আইআইটি মাদ্রাজের অধ্যাপক অশোক ঝুনঝুনওয়ালাকে দেশ জুড়ে ডিজিটাল ব্ল্যাকবোর্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য কমিটির চেয়ারম্যান করে কাজ শুরু করে।
প্রকাশ জাভড়েকর জানান, ওই কমিটি যে রিপোর্ট দেয় তাতে ৯ থেকে ১২ ক্লাস পর্যন্ত বিভিন্ন ক্লাসরুমে সাকুল্যে ৭ লক্ষ ডিজিটাল ব্ল্যাকবোর্ডের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এছাড়া ২ লক্ষ আরও উচ্চশিক্ষার ক্লাসরুমে ডিজিটাল ব্ল্যাকবোর্ডের প্রয়োজনীয়তার কথা বলা হয়। সেইমত এবার কাজ শুরু করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)