দীর্ঘ তুষারপাতের জেরে বন্ধ ছিল জম্মু-শ্রীনগর হাইওয়ে। সেই রাস্তা খোলার পরদিনই ওই রাস্তা ধরে আসার সময় পুলওয়ামায় জঙ্গিহানার শিকার হয় সিআরপিএফ কনভয়। সেই জম্মু কাশ্মীর হাইওয়ে ফের বন্ধ হয়ে গেল। ফের তুষারপাতের জেরেই রাস্তা বন্ধ। জম্মু কাশ্মীরে ঠান্ডা জাঁকিয়ে বসে রয়েছে। তুষারপাতও হচ্ছে বিভিন্ন জায়গায়। হচ্ছে বৃষ্টিও। তারমধ্যেই গত ২৪ ঘণ্টায় জম্মু-শ্রীনগর হাইওয়ের বানিহাল সেক্টরে প্রচুর তুষারপাত হয়েছে। প্রায় ১ ফুট বরফ জমে গেছে রাস্তার ওপর। সেইসঙ্গে রামসু-রামবান সেক্টরে একাধিক রাস্তা ধসে বন্ধ।
তুষারপাত ও ধসের জেরে বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে। রাস্তা বন্ধ থাকার কথা পরিবহণ দফতরের তরফেও পরিস্কার করে দেওয়া হয়েছে। আবহাওয়া একটু ভাল হলেই রাস্তা সাফ করার কাজ শুরু হবে বলেও দফতরের তরফে জানানো হয়েছে। যেসব গাড়ি হাইওয়েতে আটকে পড়েছে, সেগুলিকে সুরক্ষিতভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
জম্মু থেকে কাশ্মীর উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় এদিন প্রবল বৃষ্টিও হয়েছে। আরও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির ও তুষারপাতের জেরে জম্মু কাশ্মীর জুড়েই পারদ ফের নিম্নমুখী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)