National

তুষারধসের নিচে হারিয়ে গেল ২২টি বাড়ি

এই মরসুমে প্রবল তুষারপাত দেখেছে জম্মু কাশ্মীর। এমন নয় যে অন্য বছর তুষারপাত হয়না। কিন্তু এবার তা মাত্রা ছাড়িয়েছে। এখনও লাগাতার বিভিন্ন জায়গায় তুষারপাত চলছে। যার জেরে কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত। তুষারপাতের জেরে পুরু বরফের তলায় হারিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা। অনেক জায়গায় তুষারধস হচ্ছে। এমনই এক তুষারধসের জেরে একটি গ্রামের ২২টি বাড়ি হারিয়ে গেল বরফের নিচে। আরও ৮টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

National News
জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, ছবি – আইএএনএস

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের গুরেজ সীমান্ত এলাকায়। এখানেই বান্দিপোরা জেলার খান্দিয়াল গ্রামের ওপর আছড়ে পড়ে তুষারধস। গ্রামের ২২টি বাড়ি বরফে হারিয়ে যায়। তবে এখনও কোনও প্রাণহানির খবর মেলেনি। বৃহস্পতিবার সন্ধেয় এই তুষারধস নামে। তার কিছু পরে উদ্ধারকাজ শুরু হয়।


Snowfall
প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন, ছবি – আইএএনএস

জম্মু কাশ্মীরে এবার শীতে আবহাওয়া এতটাই প্রতিকূল যে হাওয়া অফিসের তরফেও বারবার অরক্ষিত এলাকাগুলির বাসিন্দাদের তুষারধস নিয়ে সতর্ক করা হয়। বিভিন্ন জায়গায় তুষারধস নেমেও চলেছে। প্রবল তুষারপাতের জেরেই তুষারধস বেড়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button