রাতের অন্ধকারে চা বাগানে বসে মদ্যপান করছিলেন অনেকে। মদ্যপানের পরই তাঁরা অসুস্থ বোধ করতে শুরু করেন। হাসপাতালে নিয়ে গেলে এঁদের মধ্যে ১২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের আরও ভাল চিকিৎসার জন্য জোরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছে, এছাড়াও আশপাশের এলাকা থেকে কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে অসমের গোলাঘাট জেলার শালমিরা টি এস্টেট চা বাগানের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, এখানে অনেকেই বৃহস্পতিবার রাতে মদ্যপান করেন। সকলেই একই মদ বিক্রেতার কাছ থেকে মদ কেনেন। তাঁদের দাবি, মদ্যপানের পরই অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অনেককে হাসপাতালে পাঠানো হয়। আবার অন্য কয়েকজনকে হাসপাতালে পাঠানোর দরকার পরেনি।
বিষমদ কাণ্ডে কিছুদিন আগেই উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে বহু মানুষের মৃত্যু হয়। তারপরই উঠেপড়ে লাগে পুলিশ। ফের বিষমদ কাড়ল প্রাণ। এবার অসমে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)