খড়ের চাল দেওয়া কুঁড়ে ঘর। এখানেই বাস ছিল বাবা-মা ও তাঁদের ৪ সন্তানের। যাদের বয়স ৫ মাস থেকে ১০ বছরের মধ্যে। গোটা পরিবারই রাতে ঘুমচ্ছিল ঘরের মধ্যে। তখনই আচমকা আগুন লেগে যায়। খড়ের চালের কুঁড়ে। ফলে দাহ্য পদার্থের অভাব ছিলনা। দ্রুত আগুন গোটা ঘরকে গ্রাস করে নেয়। ঘর থেকে প্রাণ বাঁচিয়ে বার হওয়ার সুযোগটুকুও পায়নি গোটা পরিবার।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলার বখরি গ্রামে। গ্রামবাসীরা আগুন দেখে ছুটে এলেও ৬ জনের কাউকে বাঁচানো যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছেনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গোপালগঞ্জের জেলাশাসক নিজে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিজনদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)