সোনা বদলে ঋণদানকারী সংস্থায় হানা দিয়ে ১৫ কেজি সোনা নিয়ে চম্পট দিল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি। সোনার বিস্কুট, বার ও কয়েনের আকারে ছিল সোনা। সেগুলি নিয়ে চম্পট দেওয়ার আগে ওই শাখার ম্যানেজারকে আঘাত করে আহত করে তারা। ২ মহিলাকে বেঁধেও ফেলে যায়।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে মনপ্পুরম ফিনান্স কোম্পানির বেগমপুল শাখাতে। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ এখানে বাইকে করে হাজির হয় দুষ্কৃতিরা। দ্রুত শাখায় ঢুকে ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকায় তারা। ম্যানেজারের মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাতও করে। তারপর সোনা লুঠ করে ওই শাখার ২ মহিলা কর্মীকে বেঁধে ফেলে। এরপর যে বাইকে করে এসেছিল, সেই বাইকেই চম্পট দেয় দুষ্কৃতিরা।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ব্যাগে সোনা নিয়ে দুষ্কৃতিরা চম্পট দিয়েছে তাতে ট্র্যাকার থাকায় পুলিশের তদন্তে কিছুটা সুবিধা হচ্ছে। কে বা কারা এ কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সেইসঙ্গে লুঠ হওয়া সোনা ফেরত পেতে উঠে পড়ে লেগেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)