রবিবার সকালে গুলি যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়খণ্ডের গুমলা জেলার জঙ্গল এলাকা। এখানে এদিন সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথবাহিনী টহল দিচ্ছিল। সে সময়ে যৌথ বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধ শুরু হয় মাওবাদীদের। দীর্ঘক্ষণ ২ পক্ষে গুলির লড়াই চলে। প্রসঙ্গত এই গুমলা জেলায় মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অপারেশন শুরু করেছে সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশ।
দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর ৩ মাওবাদীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় তাদের দেহ। বাকিরা পালায় বলে বলে মনে করছে যৌথবাহিনী। মৃতদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল, ২টি ০.৩১৫ এমএম রাইফেল ও ১টি পিস্তল উদ্ধার হয়েছে।
বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। গহন জঙ্গলে মাওবাদীদের ঘাঁটি খুঁজতে শুরু হয়েছে জোরদার চিরুনি তল্লাশি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)