
তামিলনাড়ু ও কর্ণাটকের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কর্ণাটকের চামারাজানগর জেলা। এখানেই রয়েছে বিশাল এলাকা নিয়ে বান্দিপুর জঙ্গল। অতিকায় জঙ্গলে বাঘ থেকে লেপার্ড, হাতি থেকে হরিণ এবং আরও নানা পশুপাখির বাস। সেই বান্দিপুর জঙ্গলেই গত শনিবার আগুন ধরে যায়। দাবানল গ্রাস করতে থাকে হেক্টরের পর হেক্টর জঙ্গল। আগুন ছড়াতে থাকে জঙ্গল জুড়ে। ইতিমধ্যেই ২ হাজার হেক্টরের ওপর জঙ্গল আগুনের গ্রাসে চলে গেছে। আগুন নেভাতে সবরকম চেষ্টা শুরু হয়েছে।

কেন এভাবে আগুন ছড়াল? জানা যাচ্ছে এখানে খুব দ্রুত পরিবেশে বদল এসেছে। যার জেরে এখানে সময়ের আগেই প্রচুর শুকনো ঘাস ও ঝোপ তৈরি হয়েছে। যার থেকে আগুন দ্রুত ছড়িয়েছে। ইতিমধ্যেই ৬৭ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ২ রাজ্যের মধ্যেও যান চলাচল বন্ধ রয়েছে। আগুন না নেভা পর্যন্ত বা প্রশাসনের তরফে না জানানো পর্যন্ত এখানে যান চলাচল বন্ধই থাকছে।

বান্দিপুর জঙ্গলে প্রচুর বাঘ, লেপার্ড, হাতি, বাইসন, হরিণ, অ্যান্টিলোপ সহ পশুপাখি রয়েছে। আগুনের আঁচ থেকে বাঁচতে তারা ইতিমধ্যেই জঙ্গলের আরও গভীরে পালিয়েছে। বন দফতরের আধিকারিকরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এসব পশুর এখনও কোনও ক্ষতি হয়নি। তারা সুরক্ষিত। বনের গহনে রয়েছে। কিন্তু সাপ বা এ ধরণের ছোট প্রাণিদের অনেকেই এই আগুনের আঁচ থেকে বাঁচতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা