ডেভিড মাসিহ ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। প্রাক্তন ইঞ্জিনিয়ার ডেভিড তাঁর স্ত্রীকে নিয়ে অমৃতসরের গুলমোহর অ্যাভিনিউতে থাকতেন। তাঁদের একমাত্র মেয়ে নিলোফার একজন এনআরআই। বিদেশেই থাকেন। মাঝে মধ্যে আসতেন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে। তেমনই এসেছিলেন কদিন আগে। গত রবিবার ৩৫ বছরের নিলোফার ও তাঁর বাবা ৬০ বছরের ডেভিডের দেহ উদ্ধার হয় তাঁদের বাড়ি থেকে।
পুলিশ জানাচ্ছে, প্রাথমিকভাবে যা জানা গেছে যে বাবার হাতেই মেয়ে খুন হন। মেয়েকে হত্যার পর বাবাও আত্মঘাতী হন। নিলোফারকে লোহার রড দিয়ে মাথায় মেরে খুন করেন ডেভিড। রড দিয়ে আঘাতের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় নিলোফারের। মেয়েকে হত্যা করার পর নিজেও সিলিং থেকে ঝুলে আত্মঘাতী হন ডেভিড। রবিবার সকালে নিলোফারের মা, ডেভিডের স্ত্রী গিয়েছিলেন চার্চে প্রার্থনায় অংশ নিতে। বাড়ি ফিরে তিনি স্বামী ও মেয়েকে এই অবস্থায় দেখতে পান।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ডেভিড বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তবে ঠিক কী কারণে তিনি মেয়েকে হত্যা করলেন এবং নিজে আত্মঘাতী হলেন তা এখনও পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)