পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের পর গুজরাটের পাকিস্তান সীমান্তে জারি হল হাই অ্যালার্ট। পাকিস্তানের সঙ্গে সীমানা ভাগাভাগি হয়েছে গুজরাট ও রাজস্থানে। গুজরাটের পাটান, বানাসকান্তা ও কচ্ছ জেলা পাক-ভারত সীমান্তের অন্তর্গত। ফলে এই ৩ সীমান্তবর্তী জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাক আকাশসীমায় ঢুকে বালাকোটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাদের আকাশসীমায় ঢুকে তাদেরই জমিতে বোমাবর্ষণের পাল্টা পাকিস্তানও সীমান্তে অশান্তি পাকাতে পারে। এই ভাবনাকে সামনে রেখেই গুজরাটের ৩ জেলায় জারি হয়েছে হাই অ্যালার্ট।
এই ৩ জেলার পুলিশ সুপারদের তাদের হেড কোয়ার্টার ছাড়তে প্রশাসনের তরফে মানা করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সৌরাষ্ট্রের কালাওয়াড শহরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জানান, গুজরাট একটি সীমান্তবর্তী রাজ্য। এখানে সীমান্তবর্তী জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সব পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
গুজরাটের উপকূলবর্তী এলাকাতেও হাই অ্যালার্ট জারি রয়েছে। পাকিস্তানের সঙ্গে উপকূলীয় সীমানাও ভাগাভাগি করছে গুজরাট। ফলে সেখানেও আক্রমণের একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে তার যাবতীয় আগাম সতর্কতা নিয়ে রাখতে চাইছে গুজরাট সরকার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)