রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চিন। পাকিস্তানে ঢুকে জইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া। জইশ জঙ্গিদের কমান্ডার, ট্রেনার ও বহু জঙ্গিকে এই হামলায় খতম করা। ভারতের তরফে কেবল জঙ্গি ঘাঁটিতেই আক্রমণ চালানো। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে এই হামলার সিদ্ধান্ত। এসব বিষয় এই ৫ সদস্য রাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতদের বুঝিয়ে বললেন বিদেশ সচিব বিজয় গোখলে।
মঙ্গলবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য রাষ্ট্রকে বোঝানোই নয়, সেইসঙ্গে সব মিলিয়ে ২৫টি দেশের রাষ্ট্রদূতকে ডেকে পুরো হামলার বিষয়টি বুঝিয়ে বলেন গোখলে। ভারত কেন এই হামলা চালাল তাও তাঁদের কাছে পরিস্কার করে বুঝিয়ে বলা হয়।
পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর জইশ এই হামলার দায় স্বীকার করে। সেই জইশেরই ঘাঁটিতে এদিন হামলা চালানো হয় বলে জানান বিদেশ সচিব। প্রসঙ্গত পুলওয়ামা কাণ্ডের পরদিনও এভাবেই গোটা ঘটনা ওই রাষ্ট্রদূতদের সামনে তুলে ধরেছিল ভারত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)