National

সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যাপক গুলিবর্ষণ শুরু করল পাকিস্তান

পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ-এর ঘাঁটিতে ভারতীয় যুদ্ধবিমানের হামলার পর থেকেই ভারত-পাক সীমান্তে একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ ও মর্টার বর্ষণ শুরু করেছে তারা। মঙ্গলবার বিকেলে তা আরও বাড়ায় পাকিস্তান।

National News
ফাইল ছবি

মঙ্গলবার বিকেলে আখনুর, নওসেরা, কৃষ্ণা ঘাটি-র মত এলওসিতে পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি ও মর্টার বর্ষণ চালিয়ে যায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। গুলির লড়াই চলতে থাকে। পাকিস্তানের দিক থেকে প্রচুর মর্টার এদিন ভারতীয় সীমানায় এসে পড়েছে।


Indian Army
ফাইল ছবি

মঙ্গলবার সকাল থেকেই কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি ও জম্মু জেলার বিভিন্ন জায়গায় সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় ছুটে আসে গুলি, মর্টার। বাধ্য হয়ে পাল্টা জবাব দেয় ভারত। ভারতীয় সেনাও পাকিস্তানের দিকে গুলি বর্ষণ শুরু করে। মঙ্গলবার সারাদিনই এলওসি-তে গুলির লড়াই বজায় ছিল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button