বুধবার সকালে উত্তর ভারতের শ্রীনগর, অমৃতসর, জম্মু, লেহ, পাঠানকোট, ধরমশালা, কুলু, মানালি, সিমলা বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়। এখান থেকে কোনও বাণিজ্যিক বিমান উড়ছিলনা। নামছিলও না। বিমানবন্দরগুলি ব্যবহার করছিল ভারতীয় বায়ুসেনা। ফলে সেখানে বাণিজ্যিক বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পাকিস্তান ভারতীয় আকাশসীমায় ঢোকার জেরেই উত্তর ভারতের এসব বিমানবন্দর ভারতীয় বায়ুসেনার প্রয়োজনে ব্যবহার হতে শুরু করে। এর জেরে অনেক বাণিজ্যিক বিমান বাতিল হয় বা অন্যপথে নিয়ে যাওয়া হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকলেও দুপুরের পর এসব বিমানবন্দর থেকে ফের চালু হয় বাণিজ্যিক বিমানের চলাচল। বিকেলে একের পর এক বিমান চলাচল শুরু হয়। ফের স্বাভাবিক হতে থাকে বিমানবন্দরের চেহারা।
বিমানবন্দরগুলি থেকে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলেও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা জানিয়েছেন তাঁরা এখন বায়ুসেনার প্রতিটি নির্দেশ মান্য করে চলছেন। ফলে যাত্রীদের আশঙ্কা ফের প্রয়োজনে বন্ধ হতে পারে বিমানবন্দর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)