বুধবার গভীর রাতে এক ব্যক্তিকে ধাক্কা মারে প্রবল গতির একটি গাড়ি। রবিশঙ্কর গৌড় নামে ওই ব্যক্তিকে পিষে দিয়ে পালায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ক্ষোভে জ্বলে ওঠেন স্থানীয় গ্রামবাসীরা। ছুটে আসেন তাঁরা। তারপর রাতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা ১০টি ডাম্পারে পরপর আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেহরের শাগঞ্জ এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ এখানে দিনের পর দিন বেআইনি বালি খাদানের ব্যবসা চলে। রাতের অন্ধকারে বালি ভরে একের পর এক ডাম্পার চলে যায়। এর বিরুদ্ধে অবিলম্বে পুলিশি পদক্ষেপের দাবি করেছেন তাঁরা। ১০টি ডাম্পারে আগুন ধরানোর পরও এলাকায় উত্তেজনা ছিল যথেষ্ট। প্রচুর পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন যে গাড়ি থেকে এই দুর্ঘটনা ঘটেছে সেই গাড়িটি তাঁরা খুঁজে বার করবেন। চালককে খুঁজে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ারও বন্দোবস্ত করবেন। ইতিমধ্যেই ঘাতক গাড়ি ও তার চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)