National

পর্যটকদের জন্য সুখবর, সিমলা-চণ্ডীগড়ের মধ্যে চালু হেলিকপ্টার

সিমলা থেকে চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে সিমলা। ৩০ মিনিটের উড়ান। যাত্রী পিছু খরচ ২ হাজার ৮৮০ টাকা। এই খরচটা করতে পারলেই যে কেউ মাত্র ৩০ মিনিটে পৌঁছে যাবেন সিমলার মত পর্যটনক্ষেত্রে। বৃহস্পতিবার এই উড়ান পরিষেবা চালু করলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু। ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেন তিনি।

সিমলা এমন এক পর্যটনস্থল যেখানে সারা বছর প্রচুর মানুষের ভিড় জমে। ভারতীয় তো বটেই, এমনকি বহু বিদেশি পর্যটকও সিমলায় হাজির হন। তাঁদের এই হেলিকপ্টার পরিষেবায় বিশেষ সুবিধা হল বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে চালু করেছিলেন উড়ান বা ইউডিএএন। যার পুরো কথা হল উড়ে দেশ কে আম নাগরিক। দেশের সাধারণ মানুষের জন্য উড়ানের সেই প্রকল্পের আওতায় এদিন উড়ান-২ নামে এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন হল।


আপাতত সপ্তাহে ৩ দিন হেলিকপ্টার পরিষেবা চালু হল। দিন ১৫ পর থেকে সপ্তাহে ৬ দিন উড়বে হেলিকপ্টার। চণ্ডীগড় থেকে বেলা ১০টায় উড়ে কপ্টার সিমলার কাছে জুবারহাট্টিতে নামবে বেলা সাড়ে ১০টায়। উল্টোদিকে জুবারহাট্টি থেকে ১০টা ৫৫ মিনিটে উড়ে বেলা ১১টা ২৫ মিনিটে কপ্টার যাত্রীদের নিয়ে নামবে চণ্ডীগড়ে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button