কখন যে তিনি সীমানা পার করে ভারতে ঢুকবেন তা কারও কাছেই পরিস্কার নয়। কিন্তু গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান ফেরানোর কথা জানাতেই শুক্রবার সকাল থেকে ভারত-পাক ওয়াঘা সীমান্তে মানুষের ভিড় জমতে শুরু করে।
কেউ এসেছেন ভারতের জাতীয় পতাকা হাতে, কেউ মুখে ভারতের পতাকার রং করে, কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ একটানা চেয়ে আছেন ওয়াঘা সীমান্তের দরজার দিকে। যেখান দিয়ে অভিনন্দন ঢুকবেন ভারতে। ভারতের রিয়েল হিরো এখন একজনই। তিনি অভিনন্দন বর্তমান। পাকিস্তানের যুদ্ধবিমানের ভারতে ঢোকা রুখতে যিনি তাড়া করেছিলেন পাকিস্তানের এফ-১৬ বিমানগুলিকে। সেই লড়াইয়ে তিনি যেমন একটি এফ-১৬ ধ্বংস করেন, তেমন তাঁর মিগ-২১ বাইসন বিমানটিও ভেঙে পড়ে। পাকিস্তানে গিয়ে পড়েন অভিনন্দন।
পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ুসেনার এক পাইলটকে পেয়ে পাকিস্তান গ্রেফতার করে। বুধবার গ্রেফতার হন তিনি। কিন্তু তাঁকে ফেরানোর জন্য ভারতের প্রবল চাপের মুখে নতি স্বীকার করে বৃহস্পতিবারই পাক প্রধানমন্ত্রী ঘোষণা করেন অভিনন্দনকে শান্তির বার্তা দিতে তাঁরা ফিরিয়ে দিচ্ছেন। শুক্রবার ছেড়ে দেওয়া হবে তাঁকে।
ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ঢুকবেন অভিনন্দন। তাই শুক্রবার সকাল থেকেই সেখানে ঠায় অপেক্ষা করছেন মানুষজন। কেউ এসেছেন অনেক দূর থেকে। কেউ বা কাছের গ্রামে থাকেন। এসেছেন সকলেই। রয়েছে দেশের প্রায় সব মিডিয়ার ভিড়। সাংবাদিক, চিত্র সাংবাদিক গিজগিজ করছে ওয়াঘায়। তবে সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যম সকলকেই, সীমানা থেকে কিছুটা দূরে রাখা হয়েছে। নিরাপত্তাও রয়েছে জোরদার। এখন অপেক্ষা একটাই। কখন সীমানা পার করে দেশে ঢুকবেন দেশের সত্যিকারের হিরো।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)