কনকনে ঠান্ডা হাওয়ার দাপট। আর তার জেরেই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার পৌঁছে যায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। গোটা দিল্লি শহরটা শৈত্যপ্রবাহের কবলে চলে গেছে। ফলে অনেক জায়গায় সকালেও আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে দেখা গেছে মানুষজনকে। ফাল্গুন মাসের প্রায় মাঝে এসে দিল্লিতে এমন ভরা শীতের হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমত বিপর্যস্ত রাজধানীর জনজীবন।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দিল্লির আকাশ পরিস্কার থাকবে। কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এই ঠান্ডাও বজায় থাকবে। দিল্লির এদিন সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২২ ডিগ্রির আশপাশে। কিন্তু সর্বনিম্ন যেখানে ঠেকেছে এবং যেভাবে শৈত্যপ্রবাহ হচ্ছে তাতে পারদ আরও নামতে পারে বলে মনে করছেন দিল্লিবাসী।
তথাকথিত শীত কিন্তু বিদায় নিয়েছে বলা যায়। এখন খাতায় কলমে বসন্তকাল। ঠান্ডা থেকে পারদ আস্তে আস্তে চড়ার কথা। সেখানে যেভাবে হিমাচল জুড়ে তুষারপাত হচ্ছে, জম্মু কাশ্মীরে তুষারপাত হচ্ছে, তার প্রভাব যে দিল্লি সহ আশপাশে পড়বে সেটাই স্বাভাবিক ছিল। আর সেটাই হচ্ছেও। ফলে মার্চে পা রেখেও দিল্লি এখনও ঠান্ডা হিহি করে কাঁপছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)