৪৯ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা ধরেই ছুটে আসছিল একটি ট্রাক। উল্টোদিক থেকে আসছিল একটি পুলিশ ভ্যান। যারমধ্যে বেশ কয়েকজন ওড়িশা স্পেশাল আর্মড পুলিশ ছিলেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের একটি অনুষ্ঠানে সুরক্ষার দায়িত্বে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল। ওড়িশার ঝারসুগুড়া জেলা বেলপাহাড় এলাকায় প্রবল গতির ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশ ভ্যানটির। ২ পুলিশকর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার জেরে পুলিশের ভ্যানটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। অন্য পুলিশকর্মীদের চোট সারাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ট্রাকটিরও ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে হওয়া এই ঘটনায় ওই রাস্তায় যান চলাচল দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
ঘটনায় মৃত পুলিশকর্মীদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সেইসঙ্গে ২ মৃত পুলিশের পরিবারের ১ জন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা