গত ৮ দিন ধরে পাক-ভারত সীমান্তে লাইন অফ কন্ট্রোলে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান বোমা ও গুলি বর্ষণ চালিয়ে যাচ্ছে। বিনা প্ররোচনায় হওয়া এই গুলি, বোমার জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। ফলে ক্রমশ অবস্থা জটিল আকার নিয়েছে।
গত শুক্রবার রাতে পাকিস্তানের ছোঁড়া একটি বোমা ঢুকে যায় ভারতের সীমান্ত লাগোয়া একটি গ্রামের একটি বাড়িতে। সেখানে তখন তাঁর ২ সন্তানকে নিয়ে ছিলেন মা। বোমাটি ঘরের মধ্যেই ফাটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও শিশুর।
ঘটনাটি ঘটেছে পাক-ভারত সীমান্তের কৃষ্ণা ঘাটি সেক্টরের ঝালাস এলাকার সালোতরি গ্রামে। পাকিস্তানের ছোঁড়া গুলি ও বোমায় আরও ২ শিশু ও ২ সেনা জওয়ান আহত হয়েছেন। প্রসঙ্গত পুঞ্চ ও রাজৌরিতে ভারত-পাক সীমান্তে গুলি ও বোমার লড়াই অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের দাবি, যা চলছে তা দেখে মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে।
পাকিস্তানের দিক থেকে লাগাতার যেভাবে বিনা প্ররোচনায় গুলি বোমা বর্ষণ হচ্ছে তাতে কোনও ঝুঁকি না নিয়ে সীমান্তের ৫ কিলোমিটার ভিতর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ঘরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)