১০ দিন আগের কথা। এক ভয়ংকর তুষারধসের কবলে পড়ে বরফের স্তরের নিচে হারিয়ে যান জম্মু কাশ্মীর রাইফেলসের ৬ ট্রুপার। ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়। তখনই ১ জনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। বাকি ৫ জনের খোঁজ ছিলনা। তবে তল্লাশি জারি ছিল। অবশেষে ১০ দিন টানা তল্লাশি চালানোর পর বরফের তলা থেকে উদ্ধার হল আরও ১ ট্রুপারের নিথর দেহ।
হিমাচল প্রদেশের কিন্নর জেলার তিব্বত সীমান্তের কাছে তুষারধসের কবলে পড়েন ওই ট্রুপাররা। গত ২০ ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটে। তারপর থেকে ৫০০ জন উদ্ধারকারী বরফের তলায় তন্নতন্ন করে ট্রুপারদের খোঁজ শুরু করেন। সমস্যা বাড়ায় নতুন করে তুষারপাত।
এই তল্লাশিতে সেখানে পর্বতারোহণে আসা পর্বতারোহীরাও সামিল হন। এদিন ১ ট্রুপারের খোঁজ মিললেও বাকি ৪ জনের খোঁজ নেই। এদিকে চিন্তার ভাঁজ বাড়িয়ে এখানে ফের সপ্তাহের শেষে নতুন করে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)