তাঁর কথা অক্ষরে অক্ষরে শুনত তাঁর পোষা হাতি। উঠতে বললে উঠত, বসতে বললে বসত। এমন এক আজ্ঞাবহ হাতিই কিনা তাঁর মৃত্যুর কারণ হল! রবিবার ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়ামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহুতের।
পুলিশ জানাচ্ছে, অরুণ নামে ওই মাহুতের পোষা হাতি ভরত বিশ্বনাথন। রবিবার অরুণ হাতিকে একদিকে শুয়ে পড়ার নির্দেশ দেন। ভরত তা শোনামাত্র পালনও করে। কিন্তু সে অরুণ যে দিকে রয়েছে তার উল্টোদিকে শোওয়ার বদলে অরুণ যে পাশে দাঁড়িয়েছিলেন সেদিকে বসে পড়ে। দাঁতাল হাতির বিশাল চেহারার তলায় পিষে যান অরুণ। আশপাশ থেকে সকলে এসে যতক্ষণে অরুণকে হাতির তলা থেকে উদ্ধার করেন ততক্ষণে সব শেষ।
তবে কী দাঁতাল ইচ্ছে করেই অরুণকে মেরে ফেলল? পুলিশ কিন্তু বলছে তেমনটা নয়। বরং এটা নিছকই একটা দুর্ঘটনা। কারণ অরুণের নির্দেশই পালন করছিল ভরত। কিন্তু সে বুঝতে পারেনি কোন দিকে শোওয়া উচিত হবে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)