একদিকে ভারতের পুঞ্চ। অন্যদিকে পাকিস্তানের রাওয়ালকোট। এই ২ জায়গার মধ্যে চলে বাস। ২ দেশের মধ্যে বাস চলাচল। ফলে মাঝে পার করতে হয় সীমান্ত। আর সেখানেই বাধ সাধল পাকিস্তান সেনা। জিরো পয়েন্টে বাস পৌঁছলে দরজাই খুলল না তারা। অগত্যা ফিরে এল বাস।
পুঞ্চের চাকান দা বাগ এলাকা থেকে বাস ছাড়ে পাকিস্তানের রাওয়ালকোটের উদ্দেশে। এদিনও বাস ছেড়েছিল। বাস গিয়ে পৌঁছয় সীমান্তের জিরো পয়েন্টে। সামনে পাকিস্তান। পাকিস্তানে প্রবেশ করতে গেলে একটি গেট পার করতে হয়। যা পাক সেনা খুলে দেয়। বাস প্রবেশ করে তাদের ভূখণ্ডে। কিন্তু সেই দরজা এদিন কিছুতেই খুলল না পাক সেনা। বাস বেশ কিছুক্ষণ যাত্রী নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকার পর ফেরত এল চাকান দা বাগে।
পাকিস্তানে ঢুকে বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারত বোমা ফেলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সমঝোতা এক্সপ্রেসের যাত্রা স্থগিত করেছিল পাকিস্তান। এদিন সেই ট্রেন চলাচল ফের শুরু হয়। কিন্তু এদিনই আবার পুঞ্চ ও রাওয়ালকোটের মধ্যে বন্ধ হয়ে গেল বাস চলাচল। আপাতত এই বাস চলাচল বন্ধই থাকছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)