৪ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হল প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীকে। শনিবার দিল্লি আদালতে পেশ করা হলে ত্যাগীকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাঁর ভাই সঞ্জীব ত্যাগী ও তাঁদের আইনজীবী গৌতম খৈতানকেও ১৪ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অগস্তাওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে এসপি ত্যাগীকে গত শুক্রবার গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার করা হয় তাঁর ভাই সঞ্জীব ত্যাগী ও তাঁদের আইনজীবী গৌতম খৈতানকে।
অভিযোগ দেশের ভিভিআইপিদের জন্য চপার কেনার চুক্তি করতে ইতালির সংস্থা অগস্তাওয়েস্টল্যান্ডের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন ত্যাগী। প্রায় ৪৩২ কোটি টাকা ঘুষ নেন তিনি। যা তাঁর ভাইয়ের মারফত তাঁর কাছে আসে। হাওয়ালার মাধ্যমে টাকা ভারতে ঢোকান তাঁদের আইনজীবী গৌতম খৈতান। ৩৬০০ কোটি টাকার এই চপার ডিল যাতে নিশ্চিন্তে হতে পারে সেজন্যই বায়ুসেনা প্রধানকে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই তদন্তে নেমে ত্যাগীর মত একজন হাইপ্রোফাইল ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই।