
মা ও তাঁর ৫ বছরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হল একটি বাড়ি থেকে। পুলিশ দেহগুলি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, বেগুলা সোরেন নামে ওই গৃহবধূ ছেলেকে সঙ্গে করেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেহগুলি উদ্ধার হয়। এই ঘটনায় মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই মহিলার স্বামী ধৃত আশিস মুর্মু পুলিশকে জানান, গত বুধবার রাতে শাশুড়ির সঙ্গে তাঁর স্ত্রীর ব্যাপক ঝগড়া হয়েছিল। সম্ভবত সেই রাগেই আত্মঘাতী হয়েছেন তাঁর স্ত্রী। পুলিশও মনে করছে এটা আত্মহত্যার ঘটনা। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার বোড়ো গ্রামে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলেকে সঙ্গে করে এভাবে আত্মঘাতী হওয়ার মর্মান্তিক ঘটনায় হতবাক প্রতিবেশিরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)