National

গোরেগাঁওয়ের জঙ্গলে ভেঙে পড়ল চপার, মৃত ২

রবিবারের সকালে জয় রাইডে জুহু বিমানবন্দর থেকে উড়েছিল রবিনসন আর৪৪ অ্যাসট্রো চপারটি। কিন্তু সেই খুশির সফরের যে মুহুর্তে ভয়ংকর পরিণতি হতে চলেছে তা কে জানত! কিছুটা ওড়ার পরই চপারটি যাত্রী সহ গোরেগাঁওয়ের আরে কলোনির ঘন জঙ্গলে ভেঙে পড়ে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুনও লেগে যায়। মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত ২ জন। ক্লাচ অ্যাসেম্বলির কাছে চপারটি আসতেই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন। তারপরই সেটি আরে কলোনিতে ভেঙে পড়ে। ১৯৯২ সালে তৈরি এই চপারটি প্রথমে ছিল পবন হংসের। পরে তা বিক্রি করে দেওয়া হয় আমন এভিয়েশনকে। তারা চপারটিকে সারিয়ে নিয়ে জয় রাইডে ব্যবহার করছিল।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button