এপাশে বিহারের মধুবনী জেলা। উল্টোদিকে নেপালের সিরাহা জেলা। মাঝখান দিয়ে চলে গেছে ২ দেশের সীমান্তরেখা। সীমান্তের কাছে মধুবনী জেলার খুতাউনা এলাকা থেকে গত ২৭ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ এক নেপালি নাগরিক সুভাষ যাদবকে উদ্ধার করে পুলিশ।
১৭ বছরের ওই কিশোরকে পাটনার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তারপরই সুভাষের দেহ নেপালের হাতে তুলে দেওয়া হয়।
অন্য একটি ঘটনায় বোনকে ছাড়তে ভারতে এসেছিলেন নেপালের গজেন্দ্র যাদব। ৩৫ বছরের গজেন্দ্রর দেহ পাওয়া যায় পিপরাহি চারখাহি নামে একটি জায়গায়। তাঁর দেহে ক্ষতের চিহ্ন ছিল। গজেন্দ্র যাদবের দেহও নেপালের হাতে তুলে দেওয়া হয়েছে।
২টি বিচ্ছিন্ন ঘটনা। তবে পুলিশের অনুমান ২ ক্ষেত্রেই নেপাল থেকে ভারতে আসা ওই ২ জনকে খুন করা হয়েছে। ভারতীয় পুলিশের সহায়তায় ২টি ঘটনারই তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা