গোয়ায় এখন বিজেপির শাসন। সেই বিজেপির ১ বিধায়ক ফ্রান্সিস ডি’সুজা-র মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস এবার সেখানে সরকার গড়ার দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিল। শনিবার চিঠি দিয়েছে কংগ্রেস। তাতে তারা দাবি করেছে গোয়ায় বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। তারা সেই সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে। এখন সেখানে সবচেয়ে বড় দল কংগ্রেস। তাই তাদের সরকার গড়তে ডাকা হোক।
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের শারীরিক পরিস্থিতি খুব ভাল নয়। তার মধ্যে কংগ্রেসের দাবি বিজেপি সেখানে বিধানসভায় সরকার ধরে রাখার সংখ্যা হারিয়েছে। সব মিলিয়ে চাপে পড়েছে বিজেপি। কংগ্রেস রাজ্যপালকে দেওয়া চিঠিতে পরিস্কার দাবি করেছে গোয়া বিধানসভায় এখন একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেস। তাই বিজেপিকে আর সেখানে সরকার চালাতে দেওয়া উচিত হবে না।
যদিও প্যাংক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মনোহর পারিক্করের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। তবু গোয়ার সংবাদমাধ্যম কিন্তু দাবি করছে পারিক্করের অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় সব মিলিয়ে যথেষ্ট চাপে রয়েছে গোয়া বিজেপি। এই অবস্থায় গরম লোহায় হাতুড়ি মেরে দিয়েছে কংগ্রেস। ফলে গোয়ায় রাজনৈতিক তরজা এখন তুঙ্গে উঠেছে। সমুদ্র রাজ্যে উঠেছে রাজনৈতিক ঝড়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)