গভীর খাদে গাড়ি উল্টে মৃত্যু হল ১১ জনের। শনিবার বেলা সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তা ছেড়ে রাস্তার গা ঘেঁষা খাদের কিনারায় পৌঁছে তারপর খাদে উল্টে যায় গাড়িটি। গভীর খাদ হওয়ায় যাত্রী নিয়ে অনেকটাই নিচে পড়ে গাড়িটি। ফলে গাড়িতে থাকা মানুষজনের মৃত্যু স্বাভাবিক।
ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রামবান জেলার কুন্দা নালা এলাকায়। সেখানে খাদে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় ১১ জনের। যারমধ্যে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। পরে হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়।
গাড়িটি চন্দরকোট থেকে রাজগড় যাচ্ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়ল সেটি। কেন দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান চালকের অসতর্কতায় দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)