আচমকা কাজ বন্ধ হয়ে গিয়েছিল ভ্যাকুয়াম ডিস্টিলেশন ইউনিটে। মেরামতির পর গত শনিবার রাতে ফের ইউনিট চালু করার আগে চলছিল পরীক্ষার কাজ। আর ঠিক সেই পরীক্ষার সময়ই ঘটে যায় বিপত্তি। গ্যাস লিক করতে থাকে ওই ইউনিটে। যা থেকে দ্রুত আগুন লেগে যায়। সেখানে তখন কাজ করছিলেন বছর ২২-এর মোহন লাল সহ বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের গায়ে আগুন লেগে যায়।
আগুনের গ্রাসে সম্পূর্ণ ঝলসে যান মোহন লাল। অন্য ২ জন শ্রমিকের দেহেরও বড় অংশ পুড়ে যায়। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মোহন লালকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারিতে। শনিবার রাতে আগুন লাগার পর দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা জানতে ইন্ডিয়ান অয়েলের তরফে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। তবে এখানে দুর্ঘটনা এই প্রথম নয়। ৪ হাজার ২২২ একর জমির ওপর অবস্থিত এই বিশাল শোধনাগারে ২০১৮ সালের জানুয়ারিতেও আগুন লেগেছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)