National

অন্ধকারে টাল সামলাতে না পেরে গঙ্গায় পড়ে মৃত যুবক

গত রবিবার রাত। ঘাটের কাছেই গঙ্গার ধারে ছিলেন বছর ২২-এর যুবক আশিস জালদি। কোনওভাবে টাল হারান তিনি। পড়ে যান গঙ্গায়। তাঁকে পড়ে যেতে দেখে হৈহৈ পড়ে যায় ঘাটে। দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। তাঁকে আধঘণ্টার মধ্যে উদ্ধারও করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের লছমনঝুলার মস্ত্রাম ঘাটে। লছমনঝুলা প্রসিদ্ধ তীর্থস্থান। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। গঙ্গা এখানে সবে সমতলে পা রেখে ছুটে চলে। কনকনে ঠান্ডা জল। তারমধ্যে প্রবল স্রোত। এই অবস্থায় জলে পড়লে নিজেকে রক্ষা করা কঠিন। ওর মধ্যেই ডুবুরি নামিয়ে খোঁজ হয় আশিসের। ডুবুরিদের তৎপরতাতেই আধঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।


আশিস জালদিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশিস দুর্ঘটনাবশত টাল সামলাতে না পেরেই গঙ্গায় পড়ে যান। নাকি তাঁকে কেউ ধাক্কা দেয়, সবই খতিয়ে দেখা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button