দাউদাউ করে জ্বলছে একটি ট্যাক্সি। আশপাশে অন্য গাড়িও দাঁড়িয়ে। তাতেও আগুন ধরে যাওয়ার আশঙ্কায় তখন তটস্থ প্রত্যক্ষদর্শীরা। গাড়িতে কেউ নেই তো? এমন প্রশ্নও মাথায় এসেছে অনেকের। সব মিলিয়ে কোয়েম্বাটুর বিমানবন্দরের সামনে সোমবার সকালে হুলুস্থুলু বেধে গেল।
আগুন লাগলেও তখন গাড়িতে কেউ ছিলেন না। এটাই রক্ষে। ফলে আগুন থেকে হতাহতের খবর নেই। আশপাশের গাড়িগুলিও সুরক্ষিত ছিল। তবে যে ট্যাক্সিতে আগুন লাগে সেটির অনেকটা পুড়ে গিয়েছে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
কেন আগুন লাগল? পুলিশের প্রাথমিক অনুমান কোনও যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন ধরে যায় গাড়িটিতে। তবে সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত হবে। বিমানবন্দরের মত জায়গায় ট্যাক্সিতে আগুন কিছুক্ষণের জন্য এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি করে।