National

আতঙ্কের প্রহর গোনা শুরু, ধেয়ে আসছে ‘ভরদা’

নেল্লোর নয় এখন ঘূর্ণিঝড় ভরদার যা অভিমুখ তাতে চেন্নাই ও গুম্মিদিপোন্দি-র মাঝখানে আছড়ে পড়তে চলেছে সেটি। ওই পথেই স্থলভূমিতে ঢুকে পড়বে ভয়ংকর ভরদা। সোমবার সকালে চেন্নাই থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ভরদা। এগোনোর গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার। ফলে আবহবিদদের ধারণা সোমবার বিকেলের মধ্যেই ভরদা আছড়ে পড়তে চলেছে। আর তার জেরেই সোমবার সকাল থেকে চেন্নাই সহ করমণ্ডল উপকূলের অন্ধ্র ও চেন্নাই সংলগ্ন তামিলনাড়ুর উত্তর প্রান্ত ভেসে যাচ্ছে বৃষ্টিতে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই চেন্নাই জুড়ে যানচলাচল ব্যাহত। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ। অনেক জায়গায় আগেভাগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে কোনও অবস্থার মোকাবিলায় তৈরি রাখা হয়েছে নৌবাহিনীকে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে প্রচুর পরিমাণে খাদ্য মজুত করা হয়েছে। রাখা হয়েছে ত্রিপল। সমুদ্রতট থেকে মানুষজনকে দূরে থাকতে বলা হয়েছে। তবে ভরদা আতঙ্কে চেন্নাই সহ বহু এলাকার মানুষই সোমবার সকাল থেকে নিজেদের গৃহবন্দি করে নিয়েছেন। এখন শুধু প্রহর গোনা। কখন এবং কতটা ভয়ংকর চেহারা নিয়ে ভরদা আছড়ে পড়তে চলেছে সেই দিকেই চেয়ে সকলে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button