লোকসভা ভোটে দাঁড়াবেন না তিনি। এটা সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। এবার উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজা বনাম বিজেপির লড়াই। বুয়া মায়াবতীর বিএসপি ও ভাতিজা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি গাঁটছড়া বেঁধে উত্তরপ্রদেশে লড়ছে। নিজেদের মধ্যে আসন ভাগাভাগিও করেছে। বিজেপির বিরুদ্ধে লড়তে ২ পক্ষ গাঁটছড়া বেঁধেছে।
কেন তিনি ভোটে দাঁড়াবেন না? এ প্রশ্নের উত্তরে মায়াবতী জানিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই তিনি ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁর দল ভোটের ময়দানে কোমর কষে নেমে পড়েছে। চলছে প্রচারও।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মায়াবতী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট টানতে ২০১৪-তে ছিলেন ‘চাওয়ালা’ আর ২০১৯-এ হয়েছেন ‘চৌকিদার’। প্রধানমন্ত্রী রাজকীয় জীবন যাপন করেন বলেও দাবি করেন মায়াবতী। তার প্রত্যুত্তরে বিজেপিও পাল্টা মায়াবতীর সাজগোজ নিয়ে প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি যত ভোট সামনে আসছে ততই যেন বাড়ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)